চট্টগ্রাম নগরীর ডিসি হিল এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নির্মাণাধীন ভবনের গর্তে পড়ে যায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কক্সবাজার থেকে রিল্যাক্স পরিবহনের বাসটি মধ্যরাত ১টার দিকে বৌদ্ধ মন্দিরের বিপরীতে একটি নির্মাণাধীন ভবনের সামনে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দুর্ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
যাত্রীরা জানান, সিনেমা প্যালেস থেকে ডিসি হিল হয়ে লাভলেইন সড়ক দিয়ে নুর আহমদ সড়কে যাওয়ার সময় মোড়ে আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তিন রাস্তার মাথায় খোলা জায়গায় পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের অনেক যাত্রী আহত হন। পরে পুলিশ এসে অনেকজনকে চট্টগ্রাম মেডেকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সূত্র: আমাদের সময়.কম