গণমাধ্যম ডেস্ক: চট্টগ্রামে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ৩২টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে নামা বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা বিজি-১৪৮ ফ্লাইটে এ অভিযান চালায় শুল্ক গোয়েন্দার একটি দল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আবু হানিফ মো. আবদুল আহাদ বিমানের হ্যান্ড লগেজ রাখার স্থানে মালিক ছাড়া একটি ব্যাগ উদ্ধার করা হয়। এর ভেতরে ৩২টি সোনার বার পাওয়া যায়।
“২৪ ক্যারেটের এসব সোনার বারের মোট ওজন তিন কেজি ৭৩০ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৬০ লাখ টাকা।”
এ ঘটনায় একটি মামলা হয়েছে। : বিডিনিউজ