চট্টগ্রামের মিরসরাই এলাকায় একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় এক বাসযাত্রী নিহত হয়েছেন। রবিবার (২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। একই ঘটনায় ওই বাসের আরও ২৩ জন যাত্রী আহত হয়েছেন বলে তিনি জানান।
নিহত যাত্রীর নাম নির্মল চাকমা (৫৫)। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়। কামাল উদ্দিন ভূইয়া বলেন, ‘ময়মনসিংহ থেকে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। খবর পেয়ে আমাদের তিনটি স্টেশনের ৬টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন। আরও ২৩ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘ট্রেন বাস দুর্ঘটনায় এই পর্যন্ত ১৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে ক্যাজুয়াল্টি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
– বাংলা ট্রিবিউন