চট্টগ্রাম নগরীতে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের ২৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর চকবাজার, বাকলিয়া, ডবলমুরিং ও পতেঙ্গা থানার কয়েকটি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
এর মধ্যে বাকলিয়া থানা এলাকা থেকে ১৪ জন, ডবলমুরিং থেকে ৮ জন এবং চকবাজার ও পতেঙ্গা এলাকা থেকে একজন করে আটক করা হয়। তবে চকবাজার থানার ডিসি রোড এলাকায় নগর শিবিরের কার্যালয়ে অভিযান চালালেও সেখানে কাউকে পায়নি পুলিশ।
চকবাজার থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ছাত্র শিবিরের কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি। তবে চকবাজার এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে।
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে।
“তাদের মধ্যে ডবলমুরিং থানা ছাত্র শিবিরের সভাপতি মোরশেদুল আলম ও সাধারণ সম্পাদক তৌহিদুল মিনহাজও আছে।” বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে কালা মিয়া বাজার থেকে সাতজন এবং রসুলবাগ এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে।
“তাদের কাছ থেকে কিছু উসকানিমূলক বই ও লিফলেট পাওয়া গেছে। আটকদের মধ্যে শিবিরের সাথী পর্যায়ের নেতারা আছে।” এদিকে নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকেও শিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
– বিডিনিউজ