জাতীয় সংসদ ভবন থেকে: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে চলতি ২২তম অধিবেশনেই সড়ক পরিবহন আইন পাসের ইঙ্গিত দিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ বিলটি মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে, যা সংসদের চলতি অধিবেশনে উপস্থাপিত ও বিবেচিত হবে।
বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংরক্ষিত সংসদ সদস্য নুর-ই-হাসনা লিলি চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জাবাবে সংসদ নেতা এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সড়ক আইনে অপরাধের গুরুত্ব অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নগর ভবনে ডিটিসিএ-এর ১১তম সভা শেষে জানিয়েছেন, আগামী রোববার (১৬ সেপ্টেম্বর) সংসদে বিলটি উত্থাপন করা হবে। এরপর বিলটি অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে। সেখানে যদি বিলটি চূড়ান্ত করা সম্ভব হয়, তাহলে চলতি অধিবেশনেই পাস হতে পারে।
সংসদের চলতি ২২তম অধিবেশন আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে।