গণমাধ্যম ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরতদের উপর হামলায় মৃত্যুর গুজব ফেইসবুকে ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী-মডেল কাজী নওশাবা আহমেদকে চিকিৎসা শেষে ফের আদালতে নেওয়া
চিকিৎসা শেষে বিকালে তাকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য আর হেফাজতের আবেদন করেননি বলে নওশাবার আইনজীবী এ এইচ ইমরুল কাওসার জানিয়েছেন।
তবে নওশাবার পক্ষে জামিনের আবেদন করা হয়েছে জানিয়ে তিনি , “আমি জামিন চেয়েছিলাম; বলেছি, তিনি (নওশাবা) অসুস্থ। যদি পুলিশ হেফাজতে কোনো অঘটন ঘটে? তাকে জামিন দিন আমরা বাইরে তার চিকিৎসা করাবো।”
আদালত শুনানি নিলেও কোনো সিদ্ধান্ত এখনও জানাননি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় নওশাবাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের হেফাজত শেষে সোমবার আদালতে হাজির করার কথা ছিল।
কিন্তু ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণেই নওশাবা অসুস্থ হয়ে পড়লে তাকে এজলাসে না নিয়ে বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. নাছের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নওশাবা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
গত ৪ অগাস্ট দুপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ের কর্মীদের সংঘর্ষ বাঁধার পর জিগাতলা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।