চুক্তিতে পারিশ্রমিক নয়, চালকদের বেতনভুক্ত করতে হবে। নিয়ম না মানলে রুট পারমিট বাতিল করা হবে। এসব কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্ব) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে মাসব্যাপী ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, ঢাকা মহানগরে কোনো ধরনের লেগুনা চলতে দেওয়া হবে না। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে স্কাউদের কাজে লাগনো হবে।