আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে ও লরেন্ত কোসসিয়েলনির প্রথমার্ধের গোলে জিতেছে আর্সেনাল। ১৪ মিনিটে ল্যাকাজেত্তের গোলে এগিয়ে যায় তারা। বিরতির ৬ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন কোসসিয়েলনি।
এই জয়ে চার নম্বরে থাকা চেলসির সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টে কমালো আর্সেনাল। ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট চেলসির, আর আর্সেনালের ৪৪।
অ্যানফিল্ডে লিভারপুল জিতেছে ৭ গোলের রোমাঞ্চে। ক্রিস্টাল প্যালেসকে ৪-৩ গোলে হারিয়ে লিগের শীর্ষে তারা। নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্টে এগিয়ে গেল তারা।
প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে ৫০তম গোল করলেন সালাহমোহাম্মদ সালাহ করেন জোড়া গোল। প্রথম মিশরীয় হিসেবে ৫০তম লিগ গোল করেন তিনি, আর অষ্টম আফ্রিকান হিসেবে এই মাইলফলকে পৌঁছান গত মৌসুমের সেরা খেলোয়াড়।
আন্দ্রোস টাউনসেন্ডের গোলে ক্রিস্টাল এগিয়ে যায়। তবে সালাহ ও রবের্তো ফিরমিনোর গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় লিভারপুল। জেমস টমকিন্স ৬৫ মিনিটে গোল করলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে লিভারপুল। তবে সালাহর দ্বিতীয় গোলে আবার এগিয়ে যায় তারা। ইনজুরি সময়ে সাদিও মানে চতুর্থ গোল করলে একেবারে শেষ মুহূর্তে ম্যাক্স মায়ার ক্রিস্টালের হয়ে তৃতীয়বার লক্ষ্যভেদ করেন।
ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা অষ্টম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে উলা গুনার সুলশারের ম্যানইউ।
ডিবক্সের মধ্যে গায়েতান বোংয়ের ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে ২৭ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন পল পগবা। ১০ মিনিট পর দ্বিতীয় গোলের সুযোগ তৈরি হলেও ব্রাইটন গোলরক্ষক ডেভিড বাটনের কাছে পরাস্ত হন অ্যান্থনি মার্শাল। অবশ্য বিরতির তিন মিনিট আগে মার্কাস র্যাশফোর্ডের গোলে জয় সুনিশ্চিত করে তারা। এনিয়ে সুলশার দায়িত্ব নিয়ে তার ৬ লিগ ম্যাচের সবগুলো জিতলেন।
২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আর্সেনালের পরে পাঁচ নম্বরে ম্যানইউ। চতুর্থ স্থান থেকে ৩ পয়েন্ট পেছনে তারা। ইএসপিএনএফসি