গণমাধ্যম ডেস্কঃ কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে হামলা ও ভাঙচুরের মধ্যদিয়ে তা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে বলেও জানান তিনি। রোববার (০৫ আগস্ট) সকালে বনানী কবরস্থানে শেখ কামালের জন্মদিন উপলক্ষে তার সমাধিতে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।
এসময় বিভিন্ন অঙ্গ সংগঠন ও দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা কবর জিয়ারত ও মোনাজাত কোরে শেখ কামালের মাগফেরাত কামনা করেন। ওবায়দুল কাদের আরো বলেন, ছাত্রদের ওপর কোনো রকম বলপ্রয়োগ করা হবে না। দ্রুত তাদের সব দাবি বাস্তবায়ন করা হবে।
সূত্রঃ সময়