আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বর্তমান এমপিদের মধ্যে যারা জনগণের কাছে অগ্রহণযোগ্য, তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন না। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য ও জনমত জরিপে এগিয়ে থাকা প্রার্থীরাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবে। দলের নির্বাচনী ইশতেহার প্রস্তুতের কাজ এগিয়ে যাচ্ছে জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।
সরকারের উন্নয়ন ও দলীয় ঐক্যই আওয়ামী লীগের চলার শক্তি উল্লেখ করে কাদের বলেন, এ মুহূর্তে দলের মধ্যে ঐক্য আছে। ঐক্যবদ্ধ ছিল বলেই সাম্প্রতিক সিটি করপোরেশন নির্বাচনগুলোতে দলীয় প্রার্থীরা জিতেছেন। দলের মধ্যে যেখানে যেটুকু সমস্যা আছে, ঢাকা থেকে দলীয় প্রতিনিধি পাঠিয়ে অথবা তৃণমূল নেতাদের ঢাকায় ডেকে এনে সমাধান করা হচ্ছে। আগামী নির্বাচনে প্রথমবারের মতো ভোটার হওয়া তরুণসমাজ ও নারীরাই হবে আওয়ামী লীগের বিজয়ের প্রধান শক্তি- এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।