আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন, বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দেয়া, জনগণের আস্থাহীন বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু, টাকার খেলা ও পেশিশক্তিনির্ভর বিদ্যমান গোটা নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে সোমবার বামগণতান্ত্রিক জোট ঢাকাসহ দেশব্যাপী জেলা-উপজেলায় ‘দাবি দিবস’ পালনের ডাক দিয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক আবদুল্লাহ ক্বাফী রতন এ তথ্য জানান।
ক্বাফী রতন জানান, বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটি কাল ‘দাবি দিবস’ সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
কর্মসূচি: সোমবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি দিবসের কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।