নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১জন বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার জেরে জম্মু-কাশ্মীর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ এড়াতে শ্রীনগরে কার্ফিউ জারিসহ ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিবাদে বিচ্ছিন্নতাবাদীরা পুরো জম্মু-কাশ্মীর জুড়ে ৩ দিনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। টাইমস নাউ নিউজ
কাশ্মীরিদের হত্যার প্রতিবাদে বাদামিবাঘে ভারতীয় সেনাবাহিনী চিনার কর্পস শাখা, পুলিশ ও আর্মড পুলিশের সদর দফতর অভিমুখে বিক্ষোভের আয়োজন করছে বিচ্ছিন্নতাবাদীরা। তবে এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সকল দফতরের নিরাপত্তা নিশ্চিত করতে অফিসগুলোর সামনে ব্যরিকেড দেয়া হয়েছে এবং তার আশপাশে জনসাধারণের চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, অন্যায়ভাবে সাধারণ নাগরিকদের হত্যা করা হয়েছে। গ্রামের নিরিহ মানুষদের ওপর গুলি চালিয়ে নিরাপত্তা বাহিনী তাদের হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে।
অপর দিকে, শনিবার শ্রীনগরে ভারতীয় নিরাপত্তা বাহিনী সশস্ত্রদের খোঁজে অভিযান চালায় এবং ৩জন বন্দুকধারীকে হত্যা করে। তাদের সাথে বন্দুকযুদ্ধের সময় শ্রীনগরের পুলওয়ামা এলাকায় ৭জন সাধারণ মানুষ নিহত হয়।