প্রথম টেস্টে জয়ের পর ঘরের মাঠে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের বিশাল সুযোগ। যদিও টাইগারদের আকাশে কালো মেঘ হিসেবে হানা দিয়েছে ইনজুরি। প্রথমেই ছিটকে গেছেন ইমরুল কায়েস। বুধবার অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিমও। প্রাথমিকভাবে বলা হয়েছিল, চোট গুরুতর নয়। তবে ঝুঁকি এড়াতে উইকেটরক্ষক হিসেবে ১৩ জনের স্কোয়াডে ডাকা হয়েছে লিটন দাসকেও। তাহলে কী মূল একাদশেই ফিরছেন লিটন?আজ বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে উত্তরাটা দিলেন সাকিব আল হাসান। তিনি বলেন, যতটুকু আমি জানি যে মুশফিক ভাই খেলবেন এবং দুটোই (ব্যাটিং-কিপিং) করতে পারবেন।বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, মুশফিকের বদলি হিসেবেই লিটনকে দলে রাখা হয়েছে।সাকিব বলেন, যদি মুশফিক ভাই না কিপিং করতে পারে, খুবই আনলাইকলি যে উনি করতে পারবে না। যদি সেটা না পারে তবে লিটন কিপিং করবে। আর কিপিং করে ওর জন্য ওপেন করাটা খুবই কঠিন হবে।সেক্ষেত্রে ইমরুলের পরবির্তে দলে সুযোগ পাওয়া সাদমাান ইসলামের অভিষেকের বিষয়টিরও ইঙ্গিত দিয়ে রাখলেন বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার সকাল সাড়ে ৯টায় ক্যারিবীয়দের বিপক্ষে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে ৬৪ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছিল স্বাগতিকরা।মিরপুর টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, খালেদ আহমেদ, লিটন দাস। আরটিভি