দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে চলা জাপানের সাথে কুরিল দ্বীপ নিয়ে সত্তর বছরেরও বেশি সময় ধরে চলা বিতর্কের অবসান চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে বুধবার দেশটির ভ্লাডিভস্ক শহরে একটি অর্থনৈতিক ফোরামে এ কথা বলেন তিনি। এমনকি এসময় দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তির প্রস্তাবও দেন তিনি।
দুই দেশের শীর্ষ এ দুই রাজনৈতিক ব্যক্তির উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্বে এ প্রস্তাবনা দেন পুতিন বলে জানিয়েছে আলজাজিরা। যদিও এ প্রস্তাবনাটি প্রসঙ্গে কোনো মন্তব্য করেন নি আবে। তবে রাশিয়ার সাবেক ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী জর্জ কুনাজে অবশ্য এ পুতিনের এ প্রস্তাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে দ্বীপটিতে জাপানি বিনিয়োগ এড়াতেই পুতিন এ প্রস্তাবনা দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া প্রশান্ত মহাসাগরের কুরিল দ্বীপমালার সর্ব দক্ষিণের দ্বীপগুলো দখল করে নেয়। এরপর থেকেই দুই দেশের মধ্যে এ দ্বীপমালা নিয়ে বিরোধ চলে আসছে। বেশ কয়েকবার দ্বীপ নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করলেও এখনও পর্যন্ত কোনো সমাধান আসেনি। এর আগে ২০১৬ সালেও দুই দেশের মধ্যে এ বিরোধ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আলজাজিরা