উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম জানান, কেন্দুয়া কালিবাড়ী বাজারে আনোয়ার হোসেন মানুর গুদাম থেকে রোববার রাতে চালগুলো আটক করা হয়।
জামালপুরের সদর উপজেলায় একটি গুদাম থেকে দুস্থদের জন্য বরাদ্দ ভিজিএফের ১৬০ বস্তা চালসহ দুই জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
আটকরা হলেন- গুদামের কর্মচারী আবুল কালাম আজাদ ও জুয়েল।
মাজজারুল বলেন, গোপনে খবর পেয়ে কালোবাজারি আনোয়ার হোসেন মানুর গুদামে অভিযান চালানো হয়। এ সময় মানু পালিয়ে গেলে গুদামের দুই শ্রমিককে আটক করে পুলিশ।
“কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সরকারি চালসহ আটক ২ ভিজিএফের বরাদ্দকৃত চাল মানুর কাছে বিক্রি করা হয়ছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।”
এ বিষয়ে জানতে মানুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ভিজিএফের চাল ক্রয়ের কথা স্বীকার করলেও জব্দ করা চালগুলো কেন্দুয়া ইউনিয়ন পরিষদের নয় বলে দাবি করেন।
এ বিষয়ে কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মাহবুবুর রহমান মনজুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। – বিডিনিউজ