ডেস্ক রিপোর্ট: নগরীর খুলশী থানার ওয়ার্লেস মুরগী ফার্ম এলাকার একটি বাসা থেকে জামায়াত নেতা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে আটক করেছে সাদা পোষাকধারী গোয়েন্দা পুলিশ।
শুক্রবার বেলা ১২টার দিকে নগর গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়। এসময় শাহজাহান চৌধুরী ছাড়াও আরো কয়েকজনকে আটক করেছে বলে জামায়াত নেতারা জানান।
জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি নাশতামূলক কর্মকাণ্ডের রাজনৈতিক মামলা রয়েছে বলে জানাগেছে।
তবে শাহজাহান চৌধুরীকে গ্রেফতারের বিষয়ে নগর গোয়েন্দা এবং খুলশী থানা পুলিশ কিছুই বলছে না। যে কর্মকর্তাকে ফোন করা হয়েছে। তিনি বলেন আমি এ ব্যাপারে কিছু জানি না। আপনি অমুক কর্মকর্তাকে ফোন করেন।