জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান হ্যান্স-জর্জ মাসেনকে পদচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। দেশটির সংবাদমাধ্যম ‘ডাই ওয়েল্ট’ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এতথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মের্কেল মনে করেন, মাসেন জার্মানির বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে হস্তক্ষেপ করেছেন। মাসেনের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা ঠিক করতে মঙ্গলবার এক জরুরি বৈঠক ডেকেছে মের্কেল জোট।
উল্লেখ্য, এক জার্মান নাগরিকের ছুরিকাঘাতে আহতের ঘটনার প্রেক্ষিতে, উগ্রডানপন্থী সমর্থকদের দ্বারা অভিবাসনপ্রত্যাশীদের ওপর চড়াও হওয়ার ভিডিও ফুটেজের বিষয়ে সন্দেহ প্রকাশ করার পর থেকেই তোপের মুখে পড়েন মাসেন।
এদিকে, মের্কেলের জোটের অংশীদার সেন্টার-লেফ্ট সোশ্যাল ডেমোক্রেটস-এসপিডি কট্টরপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স সিহোফারের কাছে মাসেনকে বরখাস্তের দাবি জানিয়েছে। যদিও সিহোফার এ দাবি প্রত্যাখ্যান করেছেন। রয়টার্স