মাকসুদা আলমঃ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে নানা গুজব রটানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
যেকোন ধরনের উস্কানিমূলক খবর শেয়ার করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়) জুনাইদ আহমেদ পলক। শনিবার সন্ধ্যায় ফেসবুকে এ বিষয়ে একটি স্টাট্যাস দিয়েছেন, তা হুবহু তুলে ধরা হলো,
“জিগাতলাসহ ঢাকার কোথাও কোন হতাহতের ঘটনা ঘটেনি। একটি সংঘবদ্ধ চক্র অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে কোমলমতি শিক্ষার্থীদের সহিংসতায় উস্কানি দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোন ধরনের উস্কানিমূলক খবর শেয়ার করা থেকে বিরত থাকুন।”