মাকসুদা আলমঃ শনিবার দুপুরে ছাত্রলীগের কর্মীরা রাজধানীর জিগাতলায় ছাত্রদের ওপর হামলা করেছে। ছাত্রলীগের কর্মীরা লাঠি হাতে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তারা সেখানে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল। এ হামলায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে বলে প্রতিবাদকারী ছাত্ররা জানান। ছাত্রলীগকর্মীরা ছাত্রদের ধরে মারধর করে। এতে আতঙ্কিত হয়ে অনেকে নিরাপদ স্থানে সরে যায়।
এসময় ছাত্রলীগ কর্মীরা তাদের এ হামলার ছবি ধারণ করায় বেশ কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে।
এদিকে মিরপুর বাঙলা কলেজের সামনে ছাত্রদের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ডেইলি স্টার