অধিকৃত ফিলিস্তিনের জেরুজালেম শহর থেকে দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে প্যারাগুয়ে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্যারাগুয়েতে ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
প্যারাগুয়ের এ সিদ্ধান্তকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে চপেটাঘাত বলে মনে করা হচ্ছে। চলতি বছরেই যুক্তরাষ্ট্র, গুয়েতেমালা এং প্যারাগুয়ে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের কথা জানিয়েছিল। যদিও বিশ্বের অধিকাংশ দেশ যুক্তরাষ্ট্রের জেরুজালেম ঘোষণা মেনে নেয়নি বরং শান্তি আলোচনার মাধ্যমে সমাধানের গুরুত্ব দিয়েছে।
এদিকে ইসরায়েলের প্রতিক্রিয়াকে অনভিপ্রেত বলে আখ্যা দিয়েছেন প্যারাগুয়ের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সঙ্কট নিরসনে নিরপেক্ষ এবং ন্যায়নিষ্ঠ আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে।
এছাড়া গত সপ্তাহে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াজ মালিকি প্যারাগুয়ে সফরের সময় নিরপেক্ষ ভূমিকা পালন এবং পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। সূত্র : রয়টার্স, আল-আরাবিয়া