জেলখানা নয় মামার বাড়ি
লুৎফর রহমান রিটন
জেলখানাতে আছো তুমি বিধান মেনে সরকারি
নিয়ম মাফিক পাবে সবই যখন যেটা দরকারি।
তোমার চাওয়া ঠিক হবে না শেরাটনের তরকারি!
জেলখানা নয় মামার বাড়ি, চলে না তা আবদারে
ইচ্ছে হলেই যায় না পাওয়া রুই পাঙ্গাশ পাবদা রে…
নরম বালিশ দামি সোফা কিংবা ফোমের বিছানা
জেলখানাতে যায় না পাওয়া, সত্যি এটা, মিছা না।
জেল পেয়েছো শাস্তি স্বরূপ এইটা নিছক গল্প না
কারাগারে একলা থাকার ভোগান্তিটাও অল্প না।
বরাদ্দটা একই হবে, যেই লেভেলেই পড়ো না
জেলখানাতে সবাই সমান কেউ সেখানে বড় না।
কেউ সেখানে রাজা-উজির-ব্যাঘ্র কিংবা ভালুক না
জেলখানাটা জেলখানা গো ওইটা বাবার তালুক না…