মিয়া মো. জুনায়েদ আমিন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজস্ব অঞ্চল-৩ এর কর কর্মকর্তা। কবিতা ও ছবি আকাঁয় পারদর্শী তিনি। নিচে তার তিনটি কবিতা প্রকাশ করা হল।
১.
কিরে দেখছিস কি কেবল
অর্থকরী সারি সারি দালান
কবরের নীচে থাকতে হবে
দিবে যখন চালান।
কি জবাব হবে তোমার
আয় রুজির উৎসের
কি করে হলে ধনে জনের রাজ
সরল পথের বদলে গরল কাজ।
দেখিসরে খোদার বিচার
মন্দের তরে কঠিন
আর ভালোর তরে সদাচার।।
২.
সত্যি বলতে কি
আমি সত্য বলতে পারি,
গাছে উঠে
হুট করে নামতে জানি।
এতো কিছু পরও
তোমাকে ভালবাসি।
ক’জন আছে এমন জানো!
কোটিতে একটা
তা’ কি মানো?
৩.
আমি যুদ্ধের কথা ভাবছি,’
‘৭১ এ সেই ভয়াল
দিন ও রাতের কথা ভাবছি
পুরান ঢাকার বাসিন্দা হিসেবে
অলি গলিতে যুবক ও বৃদ্ধের
আড্ডা দেখেছি,
দীর্ঘ নয় মাস যুদ্ধের কথা শুনেছি,
রেডিওতে আক্তার মুকুলের
রম্য অনুষ্ঠান দলবেধে শুনেছি।
পাকদের বুটের ঠক্ ঠক্ শব্দ ও
বুকে ধুক্ ধুক্ শব্দ শুনেছি।
আমি স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা শেখ
মুজিবকে শুনেছি,
সেই উদাত্ত আহবান।
এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম
মুক্তির সংগ্রাম।
আমার দেখা স্বপ্ন
এদেশকে মন ভরে
দেখছি ও শুনছি!