কক্সবাজারের টেকনাফে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে নোহা গাড়ি ধোঁয়া-মুছার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হয়েছে বলে জানা গেছে। এসময় ঘাতক ট্রাক ও মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছেন।
নিহত শ্রমিক হচ্ছেন, টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শীলবনিয়া পাড়ার মোহাম্মদ ইয়াকুবের ছেলে মোহাম্মদ ইসমাঈল (৩০)।
জানা যায়, ১০অক্টোবর বুধবার সকাল ৯টার দিকে টেকনাফ পৌরসভার স্টেশন হতে একটি ট্রাক বাস টার্মিনালে যাওয়ার পথে টেকনাফ পল্লী বিদ্যুৎ গেইট সংলগ্ন হারুন ভাতঘরের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নোহা গাড়ি ধোঁয়া-মুছারত অবস্থায় চাপা দিলে ইসমাঈলের মাথা ফেটে মগজ বেরিয়ে যায় এবং ঘটনাস্থলেই সে নিহত হয়। এই ঘটনার খবর পেয়ে টিএসআই আব্দুর রব এবং এস আই জামশেদ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেন। এই ট্রাকের মালিক সাবেক জেলা মটর-শ্রমিক নেতা এডভোকেট জহিরুল হকের বলে জানা যায়।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া বলেন, ট্রাকটির চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, দুর্ঘটনায় নিহত মোঃ ইসমাইলের মৃতদেহ আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।