কক্সবাজারের টেকনাফে ‘মাদক মামলার’ এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া সংলগ্ন বিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।
নিহত মোহাম্মদ হানিফ (৩০) টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।
ওসি বলেন, স্থানীয়রা হানিফের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
“নিহতের বুক ও পেটসহ শরীরের কয়েকটি জায়গায় গুলি লেগেছে। হানিফ একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে টেকনাফ থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।”
তিনি বলেন, “হত্যাকাণ্ডের কারণ ও এ ঘটনায় জড়িতের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কিছু জানা য়ায়নি। মাদক বিক্রেতাদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।” লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ