রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন অমান্য করায় ৫ হাজার ৫৬৩টি মামলা ও ৩৮ লাখ ৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দিনভরের অভিযানে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।
ট্রাফিক সূত্রে জানা যায়, অভিযানকালে ৬০টি গাড়ি ডাম্পিং ৮৫৯ টি গাড়ি রেকার করা হয়। উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৯৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৪৯টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৫টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে ২ হাজার ৫৩৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১১৮টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ২০টি ভিডিও মামলা ও সরাসরি ১৫টি মামলা দেয়া হয়েছে।