বিরল প্রজাতির একটি নীল গাই (গরু) ধরা পরেছে ঠাকুরগাঁওয়ে। মঙ্গলবার বিকেলে রানীশংকৈল উপজেলার কুলিক নদী থেকে এই নীল গাইটি আটক করে কয়েকজন জেলে।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা বন কর্মকর্তা শাহাজাহান আলী জানান, ভারত থেকে আসা একটি নীল গাই যদুয়ার এলাকার কুলিক নদীর ঝোপে আটকে পড়লে কয়েকজন জেলে উদ্ধার করে। পরে গাইটিকে যদুয়ার গ্রামের জনৈক আবু জাহেদের বাড়িতে নিয়ে যায়। সেখানে নীল গাইটিকে দেখতে জনতার ঢল নামে।
খবর পেয়ে প্রশাসনের সহযোগিতায় নীল গাইটিকে উদ্ধার করে দিনাজপুর সামাজিক বন বিভাগের মাধ্যমে রাম সাগড় পার্কে অবমুক্ত করার জন্য পাঠানো হয়েছে।