ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাহিন্দ্র ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সবুর (২৪) ও জাহাঙ্গীর আলম (২৫) নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি আব্দুল মান্নান বলেন, রাতে রাণীশংকৈল উপজেলা শহর থেকে একটি মোটর সাইকেলে করে সবুর ও জাহাঙ্গীর হালখাতার দাওয়াত দেওয়ার জন্য নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রামে যাচ্ছিলেন।
“পথে গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা এক দ্রুতগামী মাহিন্দ্র ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই যুবক গুরুতর আহত হয়।”
স্থানীয়রা আহত দুইজনকে রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তবরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও মাহিন্দ্র ট্রাক্টরটি আটক করেছে পুলিশ।