মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মন্ত্রিসভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। প্রধানমন্ত্রী আরো বলেন, শুধু ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর দেয়া তথ্যই নয়, অন্যান্য মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে। সব তথ্য যাচাই-বাছাই করে নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ সব কথা বলেছেন বলে জানিয়েছেন নাম প্রকাশের অনিচ্ছুক মন্ত্রিসভার একাধিক সিনিয়র সদস্য।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে যাদের গ্রহণ যোগ্যতা আছে শুধু তাদেরই মনোনয়ন দেয়া হবে।