বৃষ্টি আকতার : ঢাকায় অবস্থানরত ভারতীয়রা বুধবার উদযাপন করেছেন নিজ দেশের ৭২তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ অাগস্ট ব্রিটিস শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ভারত।
বুধবার সকাল ৯টায় ঢাকার বারিধারায় ভারতীয় হাই কমিশনের নতুন চান্সেরি কমপ্লেক্সে ভারতের পতাকা উত্তোলন করেন হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা। পরে তিনি দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট দেওয়া একটি বার্তাও পড়ে শোনান।
বাংলাদেশে জাতীয় শোক দিবসের মধ্যে অন্যান্য বছরের মতো এবারও ঢাকায় ভারতীয় হাই কমিশনে ছিল না অভ্যর্থনার আয়োজন। তবে শিশুদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।