ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল দশটায় তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সরকারপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেন সশস্ত্রবাহিনীর একটি চৌকস দল। এদিকে সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশে নিযুক্ত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত এবং চ্যার্জ দ্যা অ্যাফেয়ার্সরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগে সৌজন্য সাক্ষাৎ করবেন।