মাকসুদা আলমঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আটক ৩৭ জন শিক্ষার্থীকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের আন্দোলনের সময় আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে সোমবার ৩৭ জনকে আটকের পর মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে তাদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ডিএমপি তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। রাতে তারা থানাতেই ছিল। আজকে (৭ আগস্ট) যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে তেজগাঁও আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এদের আটক করা হয়।