দক্ষিণ আফ্রিকায় কেপ টাউন থেকে ইস্টার্ন কেপ অঞ্চলে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির ট্র্যাফিক কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আংশিক মরুঅঞ্চল কারুর বাউফর্ট ওয়েস্ট শহর থেকে ৫০ কিলোমিটার দূরের এ দুর্ঘটনায় আরও ৩০ যাত্রী আহত হয়েছেন।
ওয়েস্টার্ন কেপ প্রদেশের ট্র্যাফিক প্রধান কেনি আফ্রিকা বলেন, “সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি উল্টে যায়। এক্ষেত্রে চালকের ক্লান্তি কোনো ভূমিকা রেখেছে কি না তা নিশ্চিত নই আমরা।”
আফ্রিকা মহাদেশের সবচেয়ে আধুনিক সড়ক নেটওয়ার্ক থাকার পরও সড়ক নিরাপত্তার ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার রেকর্ড নিম্নমানের। সরকারি হিসাবেই গত বছর সড়ক দুর্ঘটনায় দেশটিতে ১৪ হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল।
– বিডিনিউজ