দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লী মিং-বাককে শুক্রবার দুর্নীতির দায়ে ১৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। দেশটিতে দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত রাজনীতিকদের মধ্যে সর্বশেষ সংযোজন লী।
৭৬ বছর বয়সী লী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থেকে প্রেসিডেন্ট হন। ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। ঘুষ ও অর্থ আত্মসাতের দায়ে তিনি অপরাধী সব্যস্ত হয়েছেন এবং সিউল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে ১১.৫ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে।
দক্ষিণ কোরিয়ার সাবেক এই নেতাকে গত মার্চ মাসে ঘুষ, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারসহ ১৬টি অভিযোগে গ্রেফতার করে হয়। যদিও তিনি ‘রাজনৈতিক প্রতিশোধ’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখ্যান করেন।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইউনাপ জানায়, শুক্রবারের রায় সম্প্রচার মাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচার করার প্রতিবাদে লী আদালতে অনুপস্থিত ছিলেন। তবে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে অসুস্থতার কারণে লী অনুপস্থিত ছিলেন। আল-জাজিরা