এরপর জুটিবদ্ধ হয়ে ‘কুছ না কাহো’ ‘বান্টি অর বাবলি’, ‘ধুম টু’, ‘উড়াও জান’, ‘গুরু’ ছবিতে কাজ করেন তারা। ধীরে ধীরে একে অপরকে পছন্দ করতে শুরু করেন।
পরে ২০০৭ সালের ১২ জানুয়ারি নিউইয়র্কে ‘গুরু’ ছবির মুক্তির দিন ঐশ্বরিয়াকে প্রেমের প্রস্তাব দেন অমিতাভপুত্র। এখানেই শেষ নয়, প্রস্তাবে রাজি হওয়ার সে সময়েই অ্যাশের হাতে একটি আংটি পরিয়ে দেন অভিষেক। পরে ১৪ জানুয়ারি দুই পরিবারের সম্মতিতে আবার তাদের বাগদান সম্পন্ন হয়।
চমকপ্রদ তথ্য হলো- বিয়ের প্রস্তাব দেওয়ার সময় অ্যাশকে যে আংটি দিয়েছিলেন সেটি নকল ছিলো। কেননা ওই একই আংটি দিয়েই মনিরত্নম পরিচালিত ‘গুরু’ ছবিতে ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অভিষেক।
এদিকে, ‘গোলাপ জামুন’ ছবির মধ্য দিয়ে আট বছর পর একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন। এতে স্বামী-স্ত্রী চরিত্রেই দেখা যাবে তাদের। খুব শিগগিরই শুরু হবে ছবিটির শুটিং।