নিখোঁজের দুই দিন পর নাটোরের সিংড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির ছাত্র জুয়েল সরকারের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সিংড়া উপজেলার কুমগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জুয়েল সরকার গত শুক্রবার নিখোঁজ হয়। রোববার (২৮অক্টবর) রাত ৮টার দিকে ওই এলাকার একটি কালভাটের নিচে জুয়েলের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
তবে কারা ও কী কারণে ওই শিশুকে হত্যা করেছে, তা উদঘাটনের চেষ্টা চলছে বলে জানান ওসি।