আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত দেশ গড়তে নির্বাচনী অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করা হবে।
শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ‘বিজয় উৎসবে’ বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন।
প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাবে সরকার, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে। ৩০ ডিসেম্বরের বিজয় স্বাধীনতার স্বপক্ষের জনগণের।
এর আগে বেলা ৩টা ৫ মিনিটে মঞ্চে পৌঁছান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে ‘জয় বাংলা’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান। বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। প্রথম বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
সকাল থেকে মিছিল নিয়ে রাজধানী ও এর আশপাশের জেলা থেকে সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। বেলা ১১টার পর থেকে বাংলা একাডেমি, রমনা কালি মন্দির, টিএসসি ও চারুকলার সামনের প্রবেশ পথ উন্মুক্ত করা হয়েছে সাধারণ মানুষের প্রবেশের জন্য।