আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, সংবিধানের বাইরে নির্বাচন করা মানে হচ্ছে একটা অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনা। আগামী নির্বাচনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, এবারের নির্বাচনেও বিএনপি না আসলে আবারও ফাঁকা মাঠে গোল দেওয়া হবে।
সোমবার রাজধানীর বিএমএ ভবনে ৩৬তম বিসিএস স্বাস্থ্য কাডারে নতুন নিয়োগপ্রাপ্ত ১৮০ জন চিকিৎসকের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, সংবিধানের আলোকে পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে নির্বাচন হতেই হবে। এবারও যদি আপনারা না খেলেন, করার কিছু নাই। ফাঁকা মাঠেই ইনশা আল্লাহ গোল দেওয়া হবে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রসঙ্গে স্বাস্থমন্ত্রী বলেন, সরকার কাউকে ফাঁসাতে চায় না। আদালতে প্রমাণ সাপেক্ষে ওই মামলার রায় হবে।’
অনুষ্ঠানে তিনি চিকিৎসকদের প্রথম তিন বছর জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া আগামী নভেম্বরের মধ্যে সরকার সাত হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলেও জানান তিনি। সূত্র: এনটিভি