বাংলাদেশ ফুটবল ফেডারেনের নির্বাহী কমিটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে ফিফা। ৩ এপ্রিল তফসিল ঘোষণার পর ২০ এপ্রিল হওয়ার কথা ছিল বাফুফে নির্বাচন। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে নির্বাচন ও সাধারণ সভা পিছিয়ে দেয়া হয়েছে। বাফুফের এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে ফিফা।
আগামী ৩০ এপ্রিল বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। তার আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নিয়ম আছে। কিন্তু মহামারী করোনায় সেটা আর নিয়মের মধ্যে থাকছে না। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার অনুমতির ফলে কমিটির মেয়াদ এখন বেড়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে নতুন কমিটির নির্বাচন হবে।
গত শুক্রবার থেকে মতিঝিলের রাস্তায় প্রতিদিন ৩০০জন দুস্থ মানুষকে দুপুরের খাবারের ব্যবস্থা করছে বাফুফে। দেশের ফুটবল সংস্থার এ উদ্যোগের প্রশংসা করে কিছু ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছে ফিফা।