গণমাধ্যম ডেস্কঃ দুই সপ্তাহ আগে বাসচাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা এই সপ্তাহেই দিতে হচ্ছে জাবালে নূর পরিবহনকে।
বেসরকারি এই পরিবহন কোম্পানি নিহত দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীবের পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে রাজি হয়েছে বলে হাই কোর্টকে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় দিয়া ও রাজীব মৃত্যু হলে নিরাপদ সড়কের দাবিতে শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন।
এর মধ্যে একটি রিট আবেদন হলে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ দুই শিক্ষার্থীর পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে জাবালে নূর কোম্পানিকে নির্দেশ দেয়।
রোববার শুনানির পর রিট আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, অর্থ পরিশোদের জন্য জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষ সময় চাইলেও আদালত তা দেয়নি।
“ফলে তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা দেওয়ার দেওয়ার যে বাধ্যবাধকতা, তা থাকছে। যদিও এক সপ্তাহ এরই মধ্যে পার হয়ে গেছে। আশা করি, চলতি সপ্তাহেই টাকাটা দুই পরিবার পাবে।”