নেপালে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। বাসটি শিক্ষা সফর থেকে ফেরার সময় দিক পরিবর্তন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। আল-জাজিরা
শুক্রবার বাসটি ড্যাং জেলা থেকে ঘোড়াহি যাওয়ার পথে পার্বত্য অঞ্চলীয় শহর তুলশিপুরের কাছে সংঘর্ষের শিকার হয়। এতে আরো অন্তত ১৫ জন আহত হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহী।
শাহী জানান, বাসটি মোড় নেয়ার সময় রাস্তা থেকে ছিটকে প্রায় ৭শ মিটার নিচে পড়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ১৩জন পুরুষ ও আরো ৩ জন নারীর মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। আহদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪শ কিলোমিটার দুরে একটি দুর্গম এলাকায় দুর্ঘটনাটি হওয়ায় উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে। বাসযাত্রীদের সবাই নেপালের কৃশনা সেন ইছুক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন। তারা পার্শবর্তী জেলায় একটি ফার্ম সফরে গিয়েছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।