গণমাধ্যম ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান চাপায় অটোরিকশা আরোহী ভাই-বোন নিহত হয়েছে। আহত হয়েছে তাদের মাসহ চারজন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার অনন্তপুরে এ দুর্ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান।
নিহতরা হলেন উপজেলার কাদিরপুর গ্রামের অহিদুর রহমান সুমনের ছেলে নাহিদ (১০) ও মেয়ে নাজিবা আক্তার (৩)। এ সময় তাদের মা নাজমা বেগমসহ (৩২) আহতদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি ফিরোজ বলেন, নাজমা ছেলে-মেয়েকে নিয়ে অটোরিকশায় করে জেলা কারাগারে বন্দি স্বামীকে দেখতে যাচ্ছিলেন। পথে চৌমুহনী-মাইজদী সড়কের অন্তপুরে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই নাহিদ নিহত হয়।
আহতদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাজিবাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। দুর্ঘটনার পর পিকআপটি আটক করা হয়েছে।