বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকেই তারা রাজধানীর নয়া পল্টনের আশপাশে আসতে থাকেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির দাবি সম্বলিত নানা ব্যানার নিয়ে নেতাকর্মীরা সমাবেশে জড়ো হচ্ছেন।
অস্থায়ী একটি মঞ্চে এখন সরকারের সমালোচনা এবং কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি চেয়ে নানা ধরণের গান পরিবেশন হচ্ছে। যা পরিচালনা করছেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)। খানিকক্ষণ বিরতি দিয়ে শিল্পীরা গান পরিবেশ করছেন। ব্যাঙ্গাত্বক বাজনাও চলছে সমাবেশ স্থলে।
বিপুল সংখ্যক নেতাকর্মীদের আগমনের এক পর্যায়ে পাশের সড়ক নাইটিঙ্গাল মোড়, কাকরাইলের রাজমনি সিনেমা হলের আশপাশে তীব্র যানজট তৈরি হয়। রাজধানীর সব থানাসহ তার আশপাশের কয়েকটি জেলা থেকে বাস ট্রাক পিক আপে চড়ে নানা সরকারবিরোধী স্লোগান দিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে আসছেন। নেতাকর্মীরা দলের প্রধান কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি চেয়ে একটু পর পর স্লোগান দিচ্ছেন।
আজই কিছুক্ষণ পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
একদিকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের আগমনকে কেন্দ্র করে নয়া পল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান চোখে পড়েছে।