উপজেলার আতাইকুলা ইউনিয়নের পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম জানান।
পাবনার সদর উপজেলায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত আব্দুল হানেফের (৫৫) বাড়ি ওই এলাকায়।
তার ছেলে মামুন (২২) ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয়দের বরাতে পরিদর্শক কামরুল বলেন, শনিবার রাতে হানেফের কাছে তার ছেলে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ সময় টাকা না পেয়ে মামুন গালিগালাজ শুরু করলে হানেফ তাকে ধমক দেন।
“এতে ক্ষিপ্ত হয় মামুন একটি ধারালো বটি দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে হানেফকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে বলে পরিদর্শক কামরুল জানান।
– বিডিনিউজ