ইসলামে পিতামাতার মর্যাদা অনস্বীকার্য। একমাত্র শিরক ব্যতীত বৈধ সব ধরণের নির্দেশনা মানা জরুরী। কিন্তু পিতামাতা যদি সন্তানকে তার স্ত্রীকে তালাক দিতে বলে এক্ষেত্রেও কী তাদের নির্দেশনা মানতে হবে ?
এর সমাধান হলো, কোনো যৌক্তিক কারণে পিতা মাতা যদি স্ত্রীকে তালাক দিতে বলেন, তাহলে পিতা মাতার আদেশ মেনে স্ত্রীকে তালাক দিয়ে দেয়া যাবে। তবে অযৌক্তিক কারণ হলে দিতে বাধ্য নয়।
হাদীসে এসেছে, হযরত মুয়াজ রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সা. আমাকে দশটি বিষয়ে ওসিয়ত করেছেন। তিনি বলেছেন, তুমি নিহত বা দগ্ধও হয়ে যাও তবু আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যদি তোমার পরিবার ও সম্পদও ছেড়ে দিতে আদেশ দেন পিতা-মাতা তবু তাদের অবাধ্য হয়ো না। {মুসনাদে আহমাদ, হাদীস নং-২২০৭৫}
অন্য এক হাদীসে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন উমর রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমার একজন স্ত্রী ছিল। যাকে আমি ভালবাসতাম। কিন্তু আমার পিতা [হযরত উমর বিন খাত্তাব রা.] তাকে পছন্দ করতো না। তিনি আমাকে বললেন, তাকে তালাক দিতে। কিন্তু আমি তালাক প্রদান করতে অস্বীকৃতি জানালাম। তখন আমার পিতা রাসূল সা. এর কাছে বিষয়টি উপস্থাপন করলে রাসূল সা. বললেন, তাকে তালাক দিয়ে দিতে। ফলে আমি আমার স্ত্রীকে তালাক প্রদান করি। {মুসনাদে আবু দাউদ তায়ালিসী, হাদীস নং-১৯৩১, মুসনাদে আহমাদ, হাদীস নং-৪৭১২, সুনানে আবু দাউদ, হাদীস নং-৫১৩৮}