বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের যৌন হয়রানির অভিযোগ ২০০৮ সালেই আমলে না নেয়ায় দুঃখপ্রকাশ করেছে সিনেট এবং টিভি শিল্প সমিতি (সিএনটিটিএ) সংস্থা।
কয়েক বছর আগে দত্ত ‘হর্ণ ওকে প্লাসাস’ সিনেমাটির গানের শুটিংয়ের সময় নানা পাটেকা যৌন হয়রানি করেন বলে তনুশ্রী অভিযোগ করেন। কিস্তু সিএটিটিএ অভিযোগটির কোন আমলে নেয়নি।
সিএনটিটিএ জানায়, যে কোন ধরণের অবিনয়ী আচরণ ও যৌন হয়রানির ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানায়। ২০০৮ সালে মার্চ মাসে তানুশ্রী দত্তের অভিযোগ যা সিএনটিটিএ কমিটির কাছে দায়ের করা হয়েছিল। পরে জুলাই মাসে যৌথভাবে সিএনটিটিএ এবং ইএপটিপিসির মীমাংসা কমিটি যৌন হয়রানির কোন প্রমাণ খুঁেজ পায়নি। কিন্তু বর্তমানে তা জড়লো তদন্ত করাছে।
সংস্থাটি জানান, ব্যাপারটি পরে কার্যনির্বাহী কমিটির কাছে দেয়া হয় এবং তারা বলে এটি ক্ষমার অযোগ্য কাজ। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে পরবর্তীতে যেন এমন ঘটনা না ঘটে।
তিনি আরও জনান, আমাদের দায়িত্ব অভিনেতাদের সঠিক নিরাপত্তা দেয়া এবং আইনগত পদক্ষেপ নেয়া ।
সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে দত্ত জানান, ২০০৮ সালের এক সিনেমার সেটে নানা পাটেকার তার সাথে খারাপ আচরণ করেন। চিত্রনির্মাতারাও ওই অভিনেতাকে সহযোগিতা করেন। ইয়ন