নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, বিএনপির এমন দাবিকে মামা বাড়ির পুরনো আবদার বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোন চাপের কাছে মাথা নত করা হবে না বলেও জানান তিনি। দুপুরে, নগরভবনে যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ডসভায় একথা বলেন তিনি।
আগামী মাসে সংসদের সংক্ষিপ্ত অধিবেশনে সড়ক পরিবহন আইন পাস হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে, নগরভবনে যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের বোর্ডসভায় একথা বলেন তিনি। এছাড়া, জনগণের ভোগান্তি কমাতে, নির্বাচনের আগে রাস্তা খোড়াখুড়ি বন্ধের নির্দেশ দেন তিনি।