টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল হালিমের মরদেহ দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী বিএসএমএমইউতে যান।
হাসপাতালে বঙ্গবন্ধুর এই সহচরের পরিবারকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। পরে তিনি তাদের সঙ্গে কিছু সময় কাটান। এসময় প্রবীণ নেতা হালিমের মরদেহ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুল হালিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
আব্দুল হালিম বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ সকালে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ।
টুঙ্গিপাড়ার উপজেলার আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন আব্দুল হালিম। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন