দক্ষ জনবল, নিরাপদ ও উঁচুমানের আবাসনের নিশ্চয়তা, ব্যক্তিগত কর সীমার মত বিষয়গুলো বিবেচনায় এশিয়ার মধ্যে সিঙ্গাপুর প্রযুক্তি উৎকর্ষের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। রিয়েল এস্টেট সার্ভিস ও বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি কলিয়ারস ইন্টারন্যাশনালের এ তালিকায় ১৬টি এশীয় নগরীর মধ্যে প্রথমেই রয়েছে ভারতের ব্যাঙ্গালুরু। তৃতীয় স্থানে রয়েছে চীনের শেনঝেন।
প্রযুক্তিগত সহায়ক শহর হিসেবে ব্যাঙ্গালুরুর বৈশিষ্টে রয়েছে দক্ষ লোকবল অথচ সস্তা শ্রম। কম খরবে আবাসনের সুযোগ। অফিস ও অবকাঠামোগত উন্নয়ন বিবেচনায় ব্যাঙ্গালুরু এগিয়ে সবার চাইতে। চতুর্থ স্থানে রয়েছে বেইজিং, পঞ্চমে হায়দ্রাবাদ ও ষষ্ঠস্থান অধিকার করেছে হংকং। স্ট্রেইট টাইমস