সীমান্ত নিরাপত্তার জন্য বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্টের উন্নত প্রশিক্ষণ নিতে ২৬ সদস্যের বিএসএফের একটি প্রতিনিধি দল ভারতের পেট্রাপোল দিয়ে বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি বেনাপোল আইসিপি ক্যাম্পে প্রবেশ করেন।
বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বর্ডার ফোর্স সিকিউরিটির ডিসি শ্রী রাভি ইয়াদাভ। সঙ্গে আছেন ১১ জন অফিসারসহ মোট ২৬ জন প্রতিনিধি। চট্টগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে ১০ দিনব্যাপী বিজিবি-বিএসএফের যৌথ সীমান্ত প্রশিক্ষণে অংশ নেবেন তারা।
২৬ সদস্যের এই প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম জানান, দু-দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরও উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কীভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায়- সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষীদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে বিএসএফ প্রতিনিধি দলটি আগামী ৯ সেপ্টেম্বর বেনাপোল দিয়ে দেশে ফিরে যাবেন বলে জানান নায়েব সুবেদার আবুল কাসেম।
– বাংলা ট্রিবিউন