বাংলাদেশ বিমান বাহিনী ও শ্রীলংকা বিমান বাহিনীর মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ বৃহস্পতিবার বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুর ভলিবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শ্রীলংকা বিমান বাহিনী ৩-১ সেটে বাংলাদেশ বিমান বাহিনীকে হারিযে জয়লাভ করেছে।
অনুষ্ঠানে বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শফিকুল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, শ্রীলংকা বিমান বাহিনীর ভলিবল দলটি গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসেন। এই সফরের মধ্যমে দুই দেশের বিমান বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।